মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ২৪
ঈমান অধ্যায়
তাওহীদ ও রিসালাতের ঘোষণার সাথে নামায ও যাকাত আদায় করা
২৪. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (ﷺ) তাঁর রাসূল'-এর সাক্ষ্যদান এবং নামায কায়েম ও যাকাত আদায় না করা পর্যন্ত মানুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে আমি আদিষ্ট হয়েছি। যখন তারা এসব করতে থাকবে তখন নিজেদের জানমাল আমার থেকে নিরাপদ করল। অবশ্য ইসলামের হকের ব্যাপারে স্বতন্ত্র কথা এবং তাদের হিসাব আল্লাহর কাছে। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنِ ابْنِ عُمَرَ اَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَيُقِيمُوا الصَّلَاةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، ثُمَّ قَدْ حُرِّمَ عَلَيَّ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، وَحِسَابُهُمْ عَلَى اللهِ (رواه البخاري ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

মুসলমানদের কাছে পরিপূর্ণ সুযোগ সুবিধা উপভোগ করার জন্য তাওহীদ ও রিসালাতের মৌখিক সাক্ষ্য প্রদানই যথেষ্ট নয়, বরং বাস্তব জীবনে ঈমানের বহিঃপ্রকাশ প্রয়োজন রয়েছে। যদি কোন ব্যক্তি আন্তরিকতার সাথে ইসলাম কবুল করে, তাহলে স্বাভাবিকভাবে সে নামায কায়েম করবে, যাকাত আদায় করবে এবং ইসলামের অন্যান্য হুকুম-আহকাম মেনে চলবে। এখানে নামায ও যাকাতের উল্লেখ ইবাদতের প্রতীক হিসেবে করা হয়েছে এবং তার অর্থ ইসলাম গ্রহণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান