মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ২৩
ঈমান অধ্যায়
কালেমা পাঠ করার পর জান-মাল সুরক্ষিত
২৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'লা-ইলাহা ইল্লাল্লাহ'-এর সাক্ষ্যদান এবং আমার উপর আর আমি যা নিয়ে এসেছি তার উপর ঈমান না আনা পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট। যখন তারা এরূপ করল তখন তাদের রক্ত ও তাদের মাল আমার কাছে সুরক্ষিত। অবশ্য গুনাহের কাজ করলে শস্তি পাবে এবং তাদের হিসাব আল্লাহর কাছে। -মুসলিম
کتاب الایمان
عَنْ اَبِىْ هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوْا اَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَيُؤْمِنُوْا بِىْ وَبِمَا جِئْتُ بِهِ فَإِذَا فَعَلُوْا ذَالِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللهِ (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে তাওহীদের শাহাদত ছাড়াও রিসালাত ও রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়ে আসা দীন ইসলামের বিষয় উল্লিখিত হয়েছে। এ থেকে আরও প্রমাণিত হয় যে, পূর্ববর্তী হাদীসে বর্ণিত 'লা-ইলাহা ইল্লাল্লাহ'-এর অর্থও ইসলাম কবুল করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান