মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ২১
ঈমান অধ্যায়
পূর্ববর্তী গুনাহ্ মাফ ও সৎকর্মের দশ থেকে সাতশ গুণ সওয়াব
২১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছেন: যখন বান্দাহ ইসলাম কবুল করে এবং তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় তখন আল্লাহ তা'আলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। অতঃপর তার ভাল এবং মন্দ কাজের হিসাব এরূপ হয় যে, প্রত্যেক সৎকর্মের জন্য দশ থেকে সাতশ গুণ পর্যন্ত সওয়াব দেয়া হয় এবং খারাপ কাজের ক্ষেত্রে তাকে কেবল ঐ খারাপ কাজেরই শাস্তি দেয়া হয়। তবে আল্লাহ্ যদি তার গুনাহ মাফ করে দেন তো ভিন্ন কথা। -বুখারী
کتاب الایمان
عَنْ أَبِىْ سَعِيدٍ الخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِذَا أَسْلَمَ العَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ، يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ القِصَاصُ: الحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
ঈমান গ্রহণকারীর ইসলামপূর্ব জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার জন্য একটা শর্ত আরোপ করা হয়েছে। ইসলামের শুধু মৌখিক ঘোষণাই যথেষ্ট নয়, বরং 'কলেমা "লা-ইলাহা ইল্লাল্লাহ"-কে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। জীবনের প্রত্যেক স্তরে আল্লাহর আনুগত্য করতে হবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র কলেমা উচ্চারণ করে এবং নিজের জীবনকে ইসলাম এর রং-এ রঞ্জিত না করে। তবে এটাই প্রমাণিত হয় যে, সে আন্তরিকতার সাথে ইসলাম কবুল করেনি বা ইসলামের হুকুম-আহকাম পালন করতে কোনরূপ ত্যাগ স্বীকারে প্রস্তুত নয়, ঈমান গ্রহণ করার পর যদি জীবনে কোনরূপ পরিবর্তন সূচীত না হয় এবং পূর্বের মন্দ অভ্যাস ত্যাগ করা না যায়, তাহলে পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার প্রশ্নই ওঠে না। সংক্ষিপ্তভাবে একথা বলা যেতে পারে যে, পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার জন্য আন্তরিকতার সাথে ঈমান আনতে হবে এবং বাস্তব জীবনের ইসলামের হুকুম আহকাম পালন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)