মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ২০
ঈমান অধ্যায়
ইসলাম গ্রহণকারীর পূর্ববর্তী গুনাহ্ মাফ হয়ে যায়
২০. হযরত আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা ইসলাম (গ্রহণের চিন্তা) আমার অন্তরে ঢেলে দিলেন, আমি নবী করীম (ﷺ)-এর কাছে গেলাম এবং বললাম, আপনার ডান হাত প্রসারিত করুন, আমি বায়আত হতে চাই। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন। আমি আমার হাত সংকুচিত করলাম। তিনি বললেন: হে আমর! তোমার কি হয়েছে? আমি বললাম, আমি শর্ত যোগ করতে চাই। তিনি বললেন: তুমি শর্ত যোগ করতে চাও। আমি বললাম, আমার গুনাহ মাফ করা হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি অবগত নও যে, ইসলাম গ্রহণ তার পূর্বের সব গুনাহ মিটিয়ে দেয়, হিজরতও পূর্ববর্তী সব গুনাহ মিটিয়ে দেয় এবং হজ্জও পূর্ববর্তী সব গুনাহ মিটিয়ে দেয়। -মুসলিম
کتاب الایمان
عَنْ عَمْرِو بْنَ الْعَاصِ قَالَ لَمَّا جَعَلَ اللهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ، فَبَسَطَ يَمِينَهُ، قَالَ: فَقَبَضْتُ يَدِي، قَالَ: «مَا لَكَ يَا عَمْرُو؟» قَالَ: قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ، قَالَ: «تَشْتَرِطُ بِمَاذَا؟» قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي، قَالَ: «أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا؟ وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন, ইসলাম কবুলের কারণে নবদীক্ষিত মুসলমানের পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। তিনি এই সংগে হিজরত ও হজ্জের উল্লেখ করে এ বিষয় গুরুত্ব আরোপ করেছেন যে, ইসলাম গ্রহণ করা এক বিরাট ব্যাপার। এমনকি ইসলামের অংশবিশেষের আমল। যথা : হিজরত ও হজ্জ দ্বারা ঈমানদার ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। এ হাদীসে উল্লেখিত গুনাহ মাফ প্রসংগে উলামায়ে কিরাম দুইটি শর্ত আরোপ করেন।
(এক) পূর্ণ আন্তরিকতা সহকারে ইসলাম গ্রহণ বা হিজরত করা কিংবা হজ্জ সম্পাদন করা।
(দুই) কারো জিম্মায় আল্লাহর বান্দাদের কোন হক থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে দেয়া।
ইসলাম, হিজরত এবং হজ্জের দ্বারা "হক্কুল ইবাদ" (আল্লাহর বান্দাদের হক) বিশেষতঃ অর্থনৈতিক হক বিনষ্ট করার গুনাহ মাফ হয় না। ইসলাম কবুলকারীদের পূর্ববর্তী সব গুনাহ যে মাফ করে দেয়া হবে তা আল্লাহ্ রাব্বুল আলামীন স্বয়ং ঘোষণা করেছেন। ইরশাদ হচ্ছেঃ
قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّنۡتَہُوۡا یُغۡفَرۡ لَہُمۡ مَّا قَدۡ سَلَف
-হে রাসূল! কাফেরদের বলুন, তারা যদি বিরত হয় (অর্থাৎ কুফর ত্যাগ করে) তাদের পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সূরা আনফাল - ৩৭
(এক) পূর্ণ আন্তরিকতা সহকারে ইসলাম গ্রহণ বা হিজরত করা কিংবা হজ্জ সম্পাদন করা।
(দুই) কারো জিম্মায় আল্লাহর বান্দাদের কোন হক থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে দেয়া।
ইসলাম, হিজরত এবং হজ্জের দ্বারা "হক্কুল ইবাদ" (আল্লাহর বান্দাদের হক) বিশেষতঃ অর্থনৈতিক হক বিনষ্ট করার গুনাহ মাফ হয় না। ইসলাম কবুলকারীদের পূর্ববর্তী সব গুনাহ যে মাফ করে দেয়া হবে তা আল্লাহ্ রাব্বুল আলামীন স্বয়ং ঘোষণা করেছেন। ইরশাদ হচ্ছেঃ
قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّنۡتَہُوۡا یُغۡفَرۡ لَہُمۡ مَّا قَدۡ سَلَف
-হে রাসূল! কাফেরদের বলুন, তারা যদি বিরত হয় (অর্থাৎ কুফর ত্যাগ করে) তাদের পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সূরা আনফাল - ৩৭
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)