মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১১
ঈমান অধ্যায়
কালেমা উচ্চারণকারীর উপর দোযখের আগুন হারাম
১১. হযরত উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি সাক্ষ্য দান করে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (ﷺ) আল্লাহর রাসূল, আল্লাহ তাঁর উপর দোযখের আগুন হারাম করে দিয়েছেন।-মুসলিম
کتاب الایمان
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارَ»
হাদীসের ব্যাখ্যা:
তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দান করার অর্থ হচ্ছে ইসলামের পূর্ণ পয়গামকে কবুল করা এবং বাস্তব জীবনে তার অনুসরণ করা। যে ব্যক্তি বুদ্ধি বিবেচনাসহকারে কালেমায়ে তাইয়্যেবার সাক্ষ্য দেয় সে মূলতঃ এ কথাই স্বীকার করে যে, ইসলামকে সে পরিপূর্ণভাবে তার দীন হিসেবে গ্রহণ করেছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সে ইসলামকে অনুসরণ করার জন্য প্রস্তুত ও দৃঢ় সংকল্প। এ ধরনের মনোভাবসহ যে বাক্তি কালেমায়ে তাইয়্যেবা পাঠ করবে ইনশাআল্লাহ তার উপর দোযখের আগুন হারাম হবে। কোনরূপ মানবীয় দুর্বলতা তার দ্বারা সংঘটিত হলে তার ঈমান তাকে আল্লাহর কাছে তওবা কাফফারা অন্যান্য ও নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ করতে বাধ্য করবে। তাতে করে সে আল্লাহ্ তা'আলার অনুগ্রহে দোযখের অগুন থেকে নিরাপদ থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)