মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৩
ঈমান অধ্যায়
ইসলামের বুনিয়াদ
৩. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেনঃ ইসলামের বুনিয়াদ পাঁচটি- শাহাদত বা সাক্ষ্যের উপর প্রতিষ্ঠা করা হয়েছে। (১) আল্লাহ্ ব্যতিত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (ﷺ) তাঁর বান্দাহ ও রাসূল এই সাক্ষ্য দান করা, (২) নামায কায়েম করা, (৩) যাকাত দান করা, (৪) হজ্জ করা ও (৫) রমযানের রোযা রাখা। বুখারী ও মুসলিম
کتاب الایمان
عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عبده ورَسُولُهُ ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ (رواه البخارى و مسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ) ইসলামকে পাঁচটি স্তম্ভবিশিষ্ট একটি ইমারতের সাথে উপমা দিয়েছেন। এই উপমা দ্বারা তিনি এই বিষয়ের উপরই গুরুত্ব আরোপ করেছেন যে, কোন মুসলমান যেন এ পাঁচটি অবশ্য পালনীয় কর্তব্য কর্ম পালনের ক্ষেত্রে কোনরূপ দুর্বলতা বা গাফলতি না করে। প্রসংগত উল্লেখ্য যে, ইসলামের ফারায়েয (অবশ্য পালনীয় কর্তব্য) এই পাঁচটি জিনিসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আরো কিছু বিষয় রয়েছে। যেমন আল্লাহর রাস্তায় জিহাদ করা, ভাল কাজের নির্দেশ দেয়া এবং মন্দ কাজ বারণ করা প্রভৃতি। যে গুরুত্ব এবং বৈশিষ্ট্য এই পাঁচটি স্তম্ভের রয়েছে তা অন্যান্য ফরযের সেরূপ নেই তাই এই পাঁচটিকেই শুধু বুনিয়াদ হিসাবে গ্রহণ করা হয়েছে। এই ৫টি ফরযের গুরুত্ব ও বৈশিষ্ট্য পূর্ববর্তী হাদীসে জিবরাঈলে লিখা হয়েছে। এইগুলো স্থানিক বা সাময়িক নয়। বরং চিরস্থায়ী। পরিস্থিতি প্রেক্ষাপট এবং বিশেষ অবস্থার কারণে এইগুলোর গুরুত্ব কমবেশী হয় না। পক্ষান্তরে জিহাদ করা এবং সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের বিষয় বিশেষ অবস্থায় ফরয় হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)