মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৯. সা'ঈদ আল-মাকুরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবনে উমর (রা)-এর পাশে গিয়ে বসলাম, তখন এক ব্যক্তি তার সাথে কথা বলছিল। আমি তাদের নিকট প্রবেশ করায় ইবনে 'উমর (রা) আমার বুকে তাঁর হাত রেখে বললেন, তোমার জানা থাকা উচিৎ যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'জন লোক যখন গোপন আলাপ করে, তখন তাদের অনুমতি ছাড়া তাদের নিকট বসবে না।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن سعيد المقبري قال جلست الى ابن عمر ومعه رجل يحدثه فدخلت معهما فضرب بيده صدري وقال أما علمت أن رسول الله صلى الله عليه وسلم قال اذا تناجى اثنان فلا تجلس اليهما حتى تستأذنهما