মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে আগন্তুকের জন্য বিশেষ শিষ্টাচার
১৪. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে তার বসার জায়গা থেকে তুলে দিয়ে সে নিজেই সেখানে বসবে না: বরং তোমরা জায়গা করে দেবে এবং প্রসারিত করবে।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بالقادم على المجلس
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل الرجل من مجلسه فيجلس فيه ولكن تفسحوا وتوسعوا