মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ১২
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
১২. আবূ হুরায়রা (রা) থেকে পুনরায় বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন কাওম যখন একত্রিত হয়, এরপর তারা বিচ্ছিন্ন হওয়ার সময় আল্লাহর স্মরণ না করে, তাহলে তারা মৃত গাধার দুর্গন্ধ ছড়াবার মত দুর্গন্ধ নিয়ে বিচ্ছিন্ন হলো।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال ما اجتمع قوم ثم تفرقوا لم يذكروا الله كأنما تفرقوا عن جيفة حمار