মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৯. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তম ও মর্যাদাবান মজলিশ তিনটি। যে মজলিশে রক্তপাত করা হারাম মনে করা হয়, সে মজলিশে লজ্জাস্থানকে বৈধ মনে করা হারাম করা হয়, আর যে মজলিশে অন্যায়ভাবে অন্যের মাল গ্রহণ করা বৈধ মনে করা হয়।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم المجالس بالأمانة (12) إلا ثلاثة مجالس مجلس يسفك فيه دم حرام ومجلس يستحل فيه فرج حرام ومجلس يستحل فيه مال من غير حق
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত তিনটি বিষয় সম্পর্কে কোন পরামর্শ সভা আহূত হলে তাতে উল্লিখিত গর্হিত কাজগুলোর পক্ষে রায় দান করা বা এ ধরনের অবৈধ কাজ সম্পাদন করার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হবে, তার গোপনীয়তা রক্ষা করা যোগদানকারীদের কর্তব্য নয়; বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করার জন্য ষড়যন্ত্র সম্পর্কে তাকে ওয়াকিবহাল করা সওয়াবের কাজ। মোট কথা কোন অবৈধ কাজের জন্য পরামর্শ দান করা বা সিদ্ধান্তের গোপনীয়তা রক্ষা করা আমানতদারী নয়। এছাড়া যাবতীয় সৎকর্ম সম্পর্কিত পরামর্শ সভার সিদ্ধান্ত ও কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করা এবং কোন বিষয় সম্পর্কে সঠিক রায়দান করা আমানতদারীর অন্তর্ভুক্ত। তাতে কোন ব্যতিক্রম করলে গুনাহ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)