মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৮. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মজলিশ তিন প্রকার: ১। যে মজলিশে কোন গুনাহ করা হয় না, ২। যে মজলিশে ইবাদত (যিকির ও কুরআন তেলাওয়াত) করা হয়। ৩। আর যে মজলিশে অধিক কথা বলে, সে ক্ষতিগ্রস্থ হয়।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أي سعيد الخدري عن رسول الله صلى الله عليه وسلم قال إن المجالس ثلاثة سالم (10) وغانم وشاجب