মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪০
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ কোন সাথীর যিয়ারত করা ও অসুস্থ হলে সেবা করার প্রতি উৎসাহ প্রদান
৪০. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তার কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, অথবা রুগ্নকে দেখতে যায়; তখন আল্লাহ তা'আলা বলেন, তুমি আনন্দিত হও, বেহেশতে তোমার উচ্চ মর্যাদা হোক। (অতিরিক্ত বর্ণনায়:) আনন্দিত হওয়ার বিনিময়ে তোমার পথ চলা কল্যাণকর হোক।
كتاب المحبة والصحبة
باب الترغيب في زيارة الصاحب وعيادته إذا مرض
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زار المسلم اخاه في الله أوعاده قال الله عز وجل طبت وتبوأت من الجنة منزلا (زاد في رواية) بعد قوله طبت (وطاب ممشاك)