মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩৯
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ কোন সাথীর যিয়ারত করা ও অসুস্থ হলে সেবা করার প্রতি উৎসাহ প্রদান
৩৯. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যখন কোন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তার ভাইকে দেখার জন্য অন্য গ্রামে যায়, তখন আল্লাহ্ তা'আলা তার জন্য রাস্তায় একজন ফেরেশতা মোতায়েন করেন। সে ব্যক্তি যখন তার কাছে রওয়ানা দেয়, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে: তুমি কোথায় যাওয়ার ইচ্ছে করেছ? সে বলে, আমি অমুক ব্যক্তিকে দেখতে যেতে চাই। ফেরেশতা বলে, সে কি তোমার আত্মীয়? সে বলে, না। ফেরেশতা বলে, তার জন্য কি তোমার কোন অনুগ্রহ আছে, যা তুমি বৃদ্ধি করতে চাও? সে বলে, না। ফেরেশতা বলে, তাহলে তুমি কেন তার নিকট যাচ্ছ? সে বলে, আমিতো শুধু আল্লাহর জন্যই তাকে ভালবাসি। তখন ফেরেশতা বলে, আমি আল্লাহর কাছ থেকে তোমার কাছে এ পয়গাম নিয়ে এসেছি যে, আল্লাহ্ তোমাকে ভালবাসেন। কেননা, তুমি তোমার ভাইকে তাঁর জন্য ভালবেসেছ।
كتاب المحبة والصحبة
باب الترغيب في زيارة الصاحب وعيادته إذا مرض
عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم قال خرج رجل يزور أخاه في الله عز وجل في قرية أخرى فأرصد الله عز وجل بمدرجته (7) ملكا فلما مر به قال أين تريد؟ قال أريد فلانا قال لقرابة؟ قال لا قال فلنعمة له عندك تربها؟ (8) قال لا قال فلم تأتيه قال اني احبه في الله قال فإني رسول الله اليك انه يحبك بحبك اياه فيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৯ | মুসলিম বাংলা