মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৩০
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে তাদের পুরস্কার এবং আল্লাহ্ তাদের জন্য বিরাট প্রতিদান ও চিরস্থায়ী নিয়ামত তৈরী করে রেখেছেন
৩০. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন বান্দাহ আল্লাহর উদ্দ্যেশ্যে আল্লাহর কোন বান্দাকে ভালবাসে, তাহলে সে যেন তার রবকেই সম্মান করলো। (অর্থাৎ সে যেন আল্লাহর আদেশ ও নিষেধকে অনুসরণ করলো।)
كتاب المحبة والصحبة
باب ثواب المتحابين في الله وما اعده الله لهم من الأجر العظيم والنعيم المقيم
عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ما أحب عبد عبد الله عز وجل إلا أكرم ربه عز وجل