মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ২৯
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে তাদের পুরস্কার এবং আল্লাহ্ তাদের জন্য বিরাট প্রতিদান ও চিরস্থায়ী নিয়ামত তৈরী করে রেখেছেন
২৯. 'ইরবাদ ইবন সারীয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, যারা আমার সন্তুষ্টির উদ্দ্যেশে পরস্পর ভালবাসা স্থাপন করেছিল, আজ আমি তাদেরকে 'আরশের ছায়ার নীচে স্থান দেব। এ দিন আমার ছায়া ছাড়া আর কোন ছায়াই নেই।
كتاب المحبة والصحبة
باب ثواب المتحابين في الله وما اعده الله لهم من الأجر العظيم والنعيم المقيم
عن العرباض بن سارية قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل المتحابون بحلالي في ظل عرشي يوم لا ظل إلا ظلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান