মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং:
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ ও রাসূলের (ﷺ) প্রতি ভালবাসা ওয়াজিব ও এর প্রতি উৎসাহ প্রদান
৫. ছাওবান (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, সে কোন বান্দা আল্লাহর সন্তুষ্টির প্রার্থনা করে এবং এ অবস্থায় থাকে, তখন আল্লাহ্ তা'আলা জিবরাঈল (আ) কে বলেন, আমার অমুক বান্দা আমার সন্তুষ্টির জন্য প্রার্থনা করে যাচ্ছে, অবশ্যই তার উপর আমার রহমত নাযিল কর। তখন জিবরাঈল (আ) বলেন, অমুকের উপর আল্লাহর রহমত, একথা 'আরশ বহনকারী ফেরেশতাগণও বলেন এবং তাদের আশেপাশের সকল ফেরেশতাগণ বলেন। শেষ পর্যন্ত সপ্তম আকাশের অধিবাসী (ফিরিস্তাগণ) ও এ কথা বলেন। এরপর যমীনের অধিবাসীরাও তার রহমতের জন্য দু'আ করে।
হাফেয ইবনে কাছির তার তাফসীর গ্রন্থে বলেন, তাবরানী, বর্ণনাকারীগণ নির্ভরশীল।
كتاب المحبة والصحبة
باب وجوب محبة الله ورسوله والترغيب في ذلك
عن ثوبان عن النبي صلى الله عليه وسلم قال إن العبد ليلتمس مرضاة الله ولا يزال بذلك فيقول الله عز وجل لجبريل إن فلانا عبدي يلتمس أن يرضيني ألا وإن رحمتي عليه فيقول جبريل رحمة الله على فلان ويقولها حملة العرش ويقولها من حولهم حتى يقولها أهل السموات السبع ثم تهبط له إلى الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫ | মুসলিম বাংলা