মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২৯
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎ ব্যক্তি, সৎ ধনী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
২৯. মু'য়ায ইবন 'আবদুল্লাহ ইবনে খুবাইব (রা) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করে বলেন, আমরা একটি সভায় ছিলাম। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে উপস্থিত হন, তখন তাঁর মাথায় গোসলের চিহ্ন অনুভব হচ্ছিল। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনাকে স্বাচ্ছন্দ ও পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, এরপর গোত্রের লোকেরা ধনীর বিষয়টি উল্লেখ করতে ব্রতী হলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ধনী ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে ধনী হওয়াতে কোন ক্ষতি নেই, দুস্থ গরীব ব্যক্তি, সে যদি আল্লাহকে ভয় করে, সে ধনীর চেয়েও উত্তম, আর দেহের পরিচ্ছন্নতা ও স্বাচ্ছন্দতা আল্লাহর নিয়ামত।
كتاب الفقر والغنى
باب الترغيب في الغنى الصالح للرجل الصالح
عن معاذ بن عبد الله بن خبيب عن أبيه عن عمه (4) قال كنا في مجلس فطلع علينا رسول الله صلى الله عليه وسلم وعلى رأسه أثر ماء (5) فقلنا يا رسول الله نراك طيب النفس قال أجل قال ثم خاض القوم في ذكر الغنى فقال رسول الله صلى الله عليه وسلم لا بأس بالغنى لمن اتقى الله عز وجل (6) والصحة لمن اتقى الله خير من الغنى (7) وطيب النفس من النعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান