মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২৭
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: গরীব ও মিসকিনদের ফযীলত এবং তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে মেলামেশার প্রতি উৎসাহ প্রদান
২৭. উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতের দরজায় দুজন মুমিনের সাক্ষ্য হবে, দুনিয়াতে তারা একজন ছিল ধনী মুমিন অন্যজন ছিল দরিদ্র মু'মিন। এরপর দরিদ্র ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর ইচ্ছায় ধনী ব্যক্তি আটকা পড়বে। এরপর ধনী ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তখন দরিদ্র ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলে দরিদ্র ব্যক্তি বলবে: ভাই তুমি কেন আটকা পড়েছিলে? আল্লাহর শপথ! তুমি এমনভাবে আটকা পড়েছিলে, যাতে আমি তোমার জন্য ভীত হয়ে পড়েছিলাম। তখন সে বলবে: হে ভাই! তোমার পরে আমি এমন মারাত্মক ও খারাপ অবস্থায় আটকা পড়েছিলাম যে, সেখান থেকে তোমার কাছে পৌঁছতে আমার শরীরের ঘাম বের হয়ে গেছে। এ ঘাম যদি প্রচণ্ড তৃষ্ণার্থ হাজার উটের পান করার পানীয় হিসাবে ব্যবহৃত হতো তবে তার জন্য তা যথেষ্ট ছিল।
كتاب الفقر والغنى
باب ما جاء في فضل الفقراء والمساكين والترغيب في حبهم ومجالستهم
وعنه أيضا قال قال النبي صلى الله عليه وسلم التقى مؤمنان على باب الجنة مؤمن غني ومؤمن فقير كانا في الدنيا فأدخل الفقير الجنة وحبس الغني ما شاء الله أن يحبس ثم ادخل الجنة فلقيه الفقير فيقول أي أخي ماذا حبسك؟ والله لقد احتبست حتى خفت عليك فيقول أي أخي إني حبست بعدك محبسا (1) فظيعا كريها وما وصلت إليك حتى سال مني العرق مالو ورده الف بعير كلها آكلة حمض (2) لصدرت عنه رواءا
tahqiqতাহকীক:তাহকীক চলমান