মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৬. মাহমুদ ইবনে লাবীদ (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, দুটি জিনিস সচরাচর বনি আদম অপছন্দ করে থাকে। একটি হলো- মৃত্যু; অথচ মুমিনদের জন্য ফিতনার চেয়ে মৃত্যু কল্যাণকর। অন্যটি হলো সম্পদ কম হওয়া। কারণ সম্পদ কম হলে হিসাব সহজ করা হবে।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن محمود بن لبيد أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرهما ابن آدم (5) الموت والموت خير للمؤمن من الفتنة ويكره قلة المال وقلة المال أقل للحساب