মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫. ফুদালা ইবন 'উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মানুষের সাথে নামায পড়তেন, তখন ক্ষুধা ও দুর্বলতার কারণে লোকেরা দাঁড়ানো থেকে পড়ে যেতো। আর তারা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তাদের এ অবস্থা দেখে আরবের মরুবাসিরা বলতো এরা পাগল। রাসূলুল্লাহ (ﷺ) নামায শেষ করে তাদের নিকট গিয়ে বলতেন, তোমরা যদি জানতে, আল্লাহর নিকট তোমাদের জন্য কি পুরস্কার রাখা হয়েছে, তাহলে তোমরা অধিক ভালবাসতে যে, তোমাদের অভাব ও প্রয়োজন আরো বেড়ে যাক। ফুদালা (রা) বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম।
كتاب الفقر والغنى
باب الترغيب في الفقر مع الصلاح
عن فضالة بن عبيد قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى بالناس خر رجال من قامتهم (1) في الصلاة لما بهم من الخصاصة (2) وهم من أصحاب الصفة (3) حتى يقول الأعراب إن هؤلاء مجانين فإذا قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة انصرف إليهم فقال لهم لو تعلمون مالكم عند الله عز وجل لأحببتم لو أنكم تزدادون حاجة وفاقة قال فضالة وأنا مع رسول الله صلى الله عليه وسلم يومئذ
tahqiqতাহকীক:তাহকীক চলমান