মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৯৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: বিনয়ের ফযিলত ও এর প্রতি উৎসাহ প্রদান
৯৫. শুরাইয়া ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উতবা (রা) বলেছেন, 'ইরবাদ (রা) আমার চেয়ে উত্তম ব্যক্তি। আর 'ইরবাদ (রা) বলেন, উতবা (রা) আমার চেয়ে উত্তম ব্যক্তি। কেননা, তিনি তলোয়ার সাথে নিয়ে আমার ১ বছর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসেছিলেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছিলেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التواضع وفضله
عن شريح بن عبيد قال كان عتبة (10) يقول عرباض خير مني وعرباض (1) يقول عقبة خير مني سبقني إلى النبي صلى الله عليه وسلم بسيفه