মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৯৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: বিনয়ের ফযিলত ও এর প্রতি উৎসাহ প্রদান
৯৪. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক স্তর বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর উঁচু করবেন। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এক স্তর অহংকার করবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর নীচু করে দেবেন। আর শেষ পর্যন্ত তিনি তাকে হীনতগ্রস্তদের মধ্যে হীনতমে পরিণত করবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في التواضع وفضله
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال من تواضع لله درجة رفعه الله درجة حتى يجعله في طيين (7) ومن تكبر على الله درجة وضعه الله درجة حتى يجعله في أسفل السافلين
tahqiqতাহকীক:তাহকীক চলমান