মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১১
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১১. আবু ছা'লাবা আল খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও সবচেয়ে নিকটবর্তী হবে সে ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভাল, অপর দিকে কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে ঘৃণিত ও আমার থেকে বহুদুরে অবস্থান করবে বাচাল, ধৃষ্ট, নির্লজ্জ ও অহংকারী ব্যক্তি।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي ثعلبة الخشنى قال قال رسول الله صلى الله عليه وسلم ان احبكم إلي واقربكم مني في الآخرة محاسنكم اخلاقا وان أبغضكم إلي وأبعدكم مني في الآخرة مساويكم اخلاقا الثرثارون (7) المتفيهقون المتشدقون

হাদীসের ব্যাখ্যা:

হুসনে আখলাক দুনিয়া ও আখিরাতের যাবতীয় মঙ্গলের উৎস। ইশকে রাসুলের সমুদ্রে যারা আকণ্ঠ নিমজ্জিত থাকতে চান, তাদের উচিত হবে আচরণকে সুন্দর করা। আখলাকের উৎকর্ষ সাধন না করে আল্লাহর রাসুলের ভালবাসার সুউচ্চ মনযিল লাভ করা যাবে না। যারা যিন্দেগীতে আখলাকের দিক থেকে উত্তম হবেন তারা দুনিয়াতে নবীজীর প্রিয়তম এবং আখিরাতে তাঁর নিকটতম থাকবেন। দয়াময় আল্লাহ আমাদেরকে হুসনে আখলাকের তওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১ | মুসলিম বাংলা