মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ১০
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
১০. আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসে একটি বিষয় আলোচনা করছিলাম। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যদি শোন দুনিয়ার কোন পাহাড় তার নিজ স্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়েছে, তাহলে তোমরা তা বিশ্বাস করবে। কিন্তু যদি শোন, কোন ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করেছে, তাহলে তোমরা তা বিশ্বাস করবে না। কারণ, সেতো তার স্বভাবের উপর পরিচালিত হচ্ছে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن أبي الدرداء قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم نتذاكر ما يكون إذ قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم بجبل زال عن مكانه (4) فصدقوا وإذا سمعتم برجل تغير عن خلقه (5) فلا تصدقوا به وأنه يصير إلى ما جبل عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান