মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৯. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেন, (অন্য বর্ণনায় তিনি বলেন,) আল্লাহ তুমি আমাকে উত্তম স্বভাব দান কর এবং চরিত্রকে ভাল করে দাও।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
وعنها أيضا قالت إن النبي صلى الله عليه وسلم قال (وفي رواية كان يقول) اللهم احسنت خلقي فأحسن خلقي