মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৭
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৭. 'আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। তিনি বলেন, যে মুসলমান সঠিক পথ অবলম্বন করবে, সে তার সুন্দর স্বভাব, সচ্চরিত্র, উত্তম মেজাজ দ্বারা আল্লাহর নিদর্শন স্বরূপ দিনে রোযা পালনকারী ও রাত জেগে ইবাদত কারীর মর্যাদা অর্জন করতে পারে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عبد الله بن عمرو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المسلم المسدد (9) ليدرك درجة الصوام الفوام بآيات الله بحسن خلقه وكرم ضريبته