মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৬
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
৬. 'আমর ইবনে শুয়াইব (রা) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী করিম (ﷺ)-কে বলতে শুনেছেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও মজলিসের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি কে, আমি কি তোমাদেরকে সে সংবাদ দেব? কাওমের লোকেরা চুপ থাকলো। তিনি কথাটি দুইবার অথবা তিনবার বললেন; তখন কাওমের লোকেরা বললো, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তিনি বললেন, যার চরিত্র সবচেয়ে ভাল।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في محاسن الأخلاق
عن عمرو بن شعيب عن أبيه عن جده أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأحبكم إلى وأقربكم مني مجلسا يوم القيامة؟ فسكت القوم فأعادها مرتين أو ثلاثا قال القوم نعم يا رسول الله قال أحسنكم خلقا