মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১০৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: অধিক সংখ্যক মেহমানদের আপ্যায়নে সাহায্য করার জন্য মুসলমানদের শরীক হওয়া
১০৭. আবু 'আবদুল্লাহ ইবনে তাআহ (রা) হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যখন অধিক মেহমান আসতো, তখন তিনি বলতেন, প্রত্যেক ব্যক্তি তার মেহমানকে পরিবর্তন করে নেবে। এক রাতে তাঁর নিকট অধিক সংখ্যক মেহমানের আগমন ঘটে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রত্যেকে তার পাশে বসা মেহমানকে পরিবর্তন করে নাও, তাআহ (রা) বলেন, এ পরিবর্তনে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ভাগে পড়লাম এরপর তিনি যখন 'আইশা (রা)-এর নিকট প্রবেশ করলেন, তখন তাকে বললেন, হে 'আয়েশা! তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? 'আইশা (রা) বললেন, হাঁ, ঘি মিশ্রিত খেজুর আছে, আমি তা আপনার সকালের নাস্তার জন্য তৈরী করেছি। বর্ণনাকারী বলেন, এরপর আইশা (রা) ছোট একটি পাত্রে করে তা নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে সামান্য নিয়ে খেলেন, এরপর বললেন, তোমরা আল্লাহর নাম নিয়ে তা গ্রহণ কর, আমরা তা থেকে পেট ভরে খেলাম। এরপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তোমার কাছে পান করার মত কিছু আছে কি? 'আইশা (রা) বললেন, হাঁ, সামান্য পরিমাণ দুধ আছে। আমি শুধু আপনার জন্যই তা রেখেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা নিয়ে এসো। তিনি তা নিয়ে আসলে রাসূলুল্লাহ (ﷺ) তা গ্রহণ করলেন। এরপর মুখের কাছে উঠিয়ে সামান্য পরিমাণ পান করে বললেন, তোমরা বিসমিল্লাহ পড়ে পান কর। এরপর আমরা তা পেট ভরে পান করলাম। (এ সামান্য খাদ্য ও পানীয় অধিক হওয়া ছিল রাসুলুল্লাহ (ﷺ)-এর মুজিযা।) রাবী বলেন, এরপর আমরা বের হলাম এবং মসজিদে উপস্থিত হলাম, তখন আমি উপুর হয়ে শুয়ে পড়লাম। রাসূলুল্লাহ (ﷺ) সকাল বেলা বের হয়ে সালাত, সালাত বলে মানুষকে ডাকতে লাগলেন। তাঁর অভ্যাস ছিল, তিনি বের হলে সালাত, সালাত বলে মানুষ উঠাতেন। তিনি আমার নিকট দিয়ে অতিক্রমকালে আমাকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বলেন, একে আমি বললাম, আমি 'আবদুল্লাহ ইবনে তাআহ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এভাবে উপুড় হয়ে শয়ন করাকে আল্লাহ্ অপছন্দ করেন।
كتاب البر والصلة
باب اشتراك المسلمين وتعاونهم في قرى الأضياف إذا كثروا
عن الحارث بن عبد الرحمن قال بينما أنا جالس مع أبي سلمة بن عبد الرحمن إذ طلع علينا رجل من بني غفار ابن لعيد الله بن طهفة فقال أبو سلمة ألا تخبرنا عن خبر أبيك؟ قال حدثني أبي عبد الله بن طهفة أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا كثر الضيف عنده قال لينقلب كل رجل بضيفه حتى إذا كان ذات ليلة اجتمع عنده ضيفان كثير وقال رسول الله صلى الله عليه وسلم لينقلب كل رجل مع جليسه قال فكنت ممن انقلب مع رسول الله صلى الله عليه وآله وسلم فلما دخل قال يا عائشة هل من شيء؟ قالت نعم حويسة (2) كنت أعددتها لإفطارك قال فجاءت بها في قعيبة (3) لها فتناول رسول الله صلى الله عليه وآله وسلم منها قليلا فأكله ثم قال خذوا باسم الله فأكلنا منها حتى ما تنظر إليها (4) ثم قال هل عندك من شراب؟ قالت نعم لبينة (5) كنت أعددتها لك قال هلميها (6) فجاءت بها فتناولها رسول الله صلى الله عليه وسلم فرفعها إلى فيه فشرب قليلا ثم قال اشربوا بسم الله فشربنا حتى والله ما ننظر إليها (7) ثم خرجنا فأتينا المسجد (8) فاضطجعت على وجهي فخرج رسول الله صلى الله عليه وسلم فجعل يوقظ الناس الصلاة الصلاة وكان إذا خرج يوقظ الناس للصلاة فمر بي وأنا على وجهي فقال من هذا؟ فقلت أنا عبد الله بن طهفة (9) فقال أن هذه ضجعة يكرهها الله عز وجل