মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৭৪
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
অনুচ্ছেদ: ইয়াতীমের লালন পালন, তার প্রতি ইহসান করা, তার মাথা মসেহ করা এবং মিসকিন ও বিধবাদের রক্ষণাবেক্ষণের প্রতি উৎসাহ প্রদান
৭৪. আবু হুরায়রা (রা) তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হে আল্লাহ! ইয়াতীম ও নারী-দুটি দুর্বলের অধিকার রক্ষার জন্য আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।
كتاب البر والصلة
باب الترغيب في كفالة اليتيم والإحسان إليه ومسح رأسه والسهر على الأرملة والمسكين
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال اللهم إني ارج حتى الضعيفين اليتيم والمرأة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা