মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৬১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৬১. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ)-এর নিকট থেকে তাঁর কাছে এ হাদীস পৌঁছেছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, অনুগ্রহকারীগণের উপর আল্লাহ ও অনুগ্রহ করেন, তোমরা যমীনের অধিবাসীদের উপর দয়া কর, তাহলে আকাশের অধিবাসীরাও তোমাদের উপর দয়া করবে, আত্মীয়তা রহমানুর রাহীমের সাথে জোড়া লাগা ঢালস্বরূপ আর যে ব্যক্তি এর সাথে সম্পর্ক জুড়ে থাকে, আমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখি; আর যে ব্যক্তি তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করি।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
عن عبد الله بن عمرو يبلغ به النبي صلى الله عليه وسلم قال الراحمون يرحمهم الرحمن (7) ارحموا أهل الأرض (8) يرحمكم أهل السماء والرحم شجنة (9) من الرحمن من وصلها وصلته ومن قطعها بتته

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়াবাসীর প্রতি রহম করার অর্থ শুধু মানুষ পর্যন্ত সীমিত নয়। মানুষকে অবশ্যই দয়া প্রদর্শন করতে হবে এবং তার সাথে সাথে দুনিয়াতে অবস্থানকারী তামাম মাখলুকের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। কারো প্রতি অন্যায় ও যুলম করা যাবে না। দুনিয়ার তামাম মাখলুকের স্রষ্টা আল্লাহ তা'আলা, তাই তামাম সৃষ্টজীবের প্রতি দয়া প্রদর্শন করলে মহান স্রষ্টা আল্লাহ খুশি হন। দয়া প্রদর্শনকারীকে মহব্বত করেন, তার ভুলভ্রান্তি মাফ করে দেন। তার কষ্ট লাঘব করেন এবং বিভিন্ন ভাবে তাকে সাহায্য-সহযোগিতা করেন। মানুষের প্রতি দয়া প্রদর্শন করা উত্তম আখলাকের শ্রেষ্ঠ লক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান