মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৬২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান
৬২. 'আবদুল্লাহ ইবনে 'আমর (রা) পুনরায় বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, 'রেহম' বা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি যেন আরশের সাথে লটকানো থাকে। আর বিনিময় দানকারী ব্যক্তি আসলে আত্মীয়তার হক আদায়কারী নয়, বরং আত্মীয়তার হক আদায়কারী হলো সে ব্যক্তি, যখন তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলা হয়, তখন সে তা পুনরায় স্থাপন করে।
كتاب البر والصلة
باب الترغيب في صلة الرحم
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم أن الرحم معلقة بالعرش (2) وليس الواصل بالمكافئ (3) ولكن الواصل الذي اذا انقطعت رحمه وصلها