মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৩৭
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: সন্তানের উপকারিতা এবং তাদের প্রতি স্নেহ মমতা ও আদব কায়দা শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৩৭. উমর ইবন আবদুল আজিজ (র) বলেন, খাওলা বিনতে হাকিম নামীয় একজন নেককার মহিলা বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তার কন্যার দু'ছেলের একজনকে কোলে নিয়ে বের হলেন। তখন রাসুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর শপথ। তোমরা অর্থাৎ সন্তানরা মানুষকে ভীরু ও কৃপণ বানিয়ে দাও। অথচ অপর দিকে তোমরাই আবার আল্লাহর দানকৃত সুগন্ধি। আর সর্বশেষ আল্লাহ তা‘আলা কাফিরদের উপর যে শেষ শাস্তি দিয়েছিলেন, তা 'ওয়ুজ' নামক স্থানে ঘটেছিল।"(এটি তায়েফের একটি স্থানের নাম।"ওয়ুজ ছিল তায়েফের একটি অঞ্চল, যার পর মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর কোনো যুদ্ধ পরিচালনা করেননি।") সুফিয়ান একবার বলেন, তোমরা কৃপণ ও ভীরু বানিয়ে দাও।
كتاب البر والصلة
باب ما جاء في ثمرة الأولاد والترغيب في تأديبهم والعطف عليهم
عن عمر ابن عبد العزيز قال زعمت المرأة الصالحة خولة بنت حكيم أن رسول الله صلى الله عليه وسلم خرج محتضنا أحد ابني لبنته (7) وهو يقول والله أنكم لتجبنون وتبخلون (8) وأنكم لمن ريحان الله عز وجل وإن آخر وطأة وطئها الله بوج (9) وقال سفيان مرة انكم لتبخلون وإنكم لتجبنون