মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৪০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৪০. আ'তা ইবন ইয়াসার ও মুয়ায ইবন জাবাল (রা) থকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, বায়তুল্লাহর হজ্জ আদায় করে এবং রমযানের রোযা রাখে, রাবী বলেন, মু'য়ায (রা) যাকাতের কথা বলেছেন কিনা আমার স্মরণ নেই, তার গুনাহ মাফ করা আল্লাহর উপর কর্তব্য হয়ে যায়, চাই সে আল্লাহর পথে হিজরত করুক বা আপন জন্মস্থানেই অবস্থান করুক। মুয়ায (রা) বলেন, আমি কি এ সুসংবাদ লোকদের কাছে পৌঁছে দেব? মুয়ায (রা) বললেন, লোকদেরকে আমল করতে ছেড়ে দাও। হে মু'য়ায। জান্নাতে একশতটি স্তর আছে, আর প্রত্যেক দুস্তরের মধ্যে দূরত্ব হলো- একশত বছরের। আর ফিরদাউস হলো- সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট জান্নাত। এখান থেকেই জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। সুতরাং তোমরা যখন আল্লাহর নিকট জান্নাতের জন্য প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাওসের জন্য প্রার্থনা করবে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن عطاء ابن يسار عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصلوات الخمس وحج البيت الحرام وصام رمضان ولا أدرى أذكر الزكاة أم لا (7) كان حقا على الله أن يغفر أن هاجر في سبيله أو مكث بأرضه التي ولد بها فقال معاذ يا رسول الله أفأخبر الناس (1) قال ذر الناس يا معاذ في الجنة مائة درجة ما بين كل درجتين مائة سنة الفردوس (2) أعلى الجنة وأوسطها ومنها تفجر أنهار الجنة (3) فإذا سألتم الله فاسألوه الالفردوس
tahqiqতাহকীক:তাহকীক চলমান