মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৩৯
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩৯. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন আমল সবচেয়ে উত্তম? তিনি জবাব দিলেন, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর পথে জিহাদ। সে বললো, যদি আমি এতে সমর্থ না হই? তিনি বললেন, তোমার অন্তরকে খারাপ কাজ থেকে বিরত রাখ। আর এটা হলো- সাদকা সমতুল্য। তুমি তা তোমার নফসের জন্য সদকা কর।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن أبي هريرة أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله قال فإن لم استطع ذلك قال احبس نفسك عن الشر فإنها صدقة تصدق بها على نفسك