মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ২৪
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
২৪. 'আবদুল্লাহ ইবন হুবুশী আল-খাছ'আমী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম (ﷺ) কে প্রশ্ন করা হয়েছিল, কোন আমলটি উত্তম? তিনি বলেন, এমনভাবে ইমান আনবে যেখানে কোন সন্দেহ থাকবে না, এমনভাবে জিহাদ করবে, যেখানে কোন বাড়াবাড়ি থাকবে না; এবং মাবরুর হজ বা কবুল হজ। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন্ নামায উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নামাযে দীর্ঘ সময় দাঁড়ানো, অর্থাৎ খুশু-খুজুর সাথে নামায পড়া। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন সদকা উত্তম? তিনি বললেন, যে সদকা ফকিরকে দেওয়ার চেষ্টা করা হয়। তাকে এরপর জিজ্ঞেস করা হলো, কোন হিজরত সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি আল্লাহ্ কর্তৃক হারামকৃত কাজ থেকে বিরত থাকে। আবার জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ সবচেয়ে উত্তম? তিনি বললেন যে ব্যক্তি মুশরিকদের বিরুদ্ধে জান-মাল দিয়ে জিহাদ করে। তাঁকে আবার জিজ্ঞেস করা হলো, কোন মৃত্যু মর্যাদাশীল? বলা হলো, যে ব্যক্তি আল্লাহর পথে রক্ত প্রবাহিত করেছে এবং তার ঘোড়াও যুদ্ধে মারা গিয়েছে।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن عبد الله بن حبشي الخثعمي أن النبي صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل؟ قال إيمان لا شك فيه وجهاد لا غلول فيه وحجة مبرورة قيل فأي الصلاة أفضل قال طول القنوت (1) قيل أي الصدقة أفضل؟ قال جهد (2) المقل قيل فأي الهجرة أفضل؟ قال من هجر ما حرم الله عليه قيل فأي الجهاد أفضل؟ قال من جاهد المشركين بماله ونفسه قيل فأي القتل أشرف؟ قال من أهريق دمه وعقر جواده