মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১৪
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
অনুচ্ছেদ: ভাল কাজে উত্তম নিয়্যত যার দরুন দ্বিগুণ পুরস্কার এবং সংকল্প ও অভিপ্রায় সম্পর্কে
১৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ ইখলাসের সাথে ইসলাম গ্রহণ করে, তার প্রতিটি নেক আমলের পরিবর্তে দশ থেকে সাতশত গুণ নেকী লিখা হবে এবং প্রত্যেক খারাপ কাজের বিনিময়ে সে পরিমাণই লিখা হয় এবং শেষ পর্যন্ত তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে।
كتاب النية والاخلاص في العمل
باب إحسان النية على الخير ومضاعفة الأجر بسبب ذلك وما جاء في العزم والهم
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم اسلامه (3) فكل حسنة يعملها تكتب بعشر أمثالها إلى سبعمائة ضعف (4) وكل سيئة يعملها تكتب له بمثلها حتى يلقى الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান