মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৩
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
অনুচ্ছেদ: সঙ্কল্প ও খারাপ নিয়ত প্রসঙ্গ
১৩. আবু বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন দুইজন মুসলমান পরস্পরকে হত্যার চেষ্টা করে, এরপর তাদের কেউ তার অন্য সাথীকে হত্যা করে, তাহলে হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে। বলা হলো, হত্যাকারীর কথা বুঝলাম, কিন্তু হত্যাকৃত ব্যক্তির কী অপরাধ? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেও তার সাথীকে হত্যা করার ইচ্ছে করেছিল।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في العزم والنية على الشر
عن أبي بكرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تواجه المسلمان بسيفيهما (7) فقتل أحدهما صاحبه فالقاتل والمقتول في النار (8) قيل هذا القاتل فما بال المقتول قال قد أراد قتل صاحبه