মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং:
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
৭. 'আবদুল্লাহ ইবন 'আমর নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন কোন ব্যক্তির শরীর বিপদ বা কষ্টে আক্রান্ত হয়, তখন আল্লাহ তা'আলা সংরক্ষক ফেরেশতাদের বলেন, আমার বান্দা সুস্থ অবস্থায় যে সব নেক-আমল দিনে ও রাতে করতো, তার আমল-নামায় তাই লিখে রাখ। (অসুস্থতার জন্য এখন সে তা করতে পারছে না।)
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال ما أحد من الناس يصاب ببلاء في جسده إلا أمر الله عز وجل الملائكة الذين يحفظونه فقال اكتبوا لعبدي كل يوم وليلة ماكان يعمل من خير (8) ماكان وثاقى
tahqiqতাহকীক:তাহকীক চলমান