মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
৬. ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ যখন কোন জাতির উপর আযাব নাযিল করেন, তখন সে আযাব সকলকেই পরিবেষ্ঠিত করে, আর কিয়ামতের দিন তাদের স্ব-স্ব আমল অনুযায়ী উঠানো হবে।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انزل الله بقوم عذابا أصاب العذاب من كان فيهم ثم بعثوا على أعمالهم