মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২১১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বানী, "তিনিই তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত মুহকাম
২১১। আবু গালিব (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু উমামা (রা) কে (ﷺ) রাসূলুল্লাহর সূত্রে বর্ণনা করতে শুনেছি যে, মহান আল্লাহর বাণী, "যাদের অন্তরে সত্য-লংঘনের প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে” এ সম্পর্কে তিনি বলেন, তারা হল খারিজীগণ এবং মহান আল্লাহর বাণী, "সেদিন কতক মুখ উজ্জল হবে এবং কতকমুখ কাল হবে’’(১) সম্পর্কে বলেন, তারা হল খারিজীগণ।
টিকা: ১. আল-কুরআন, ৩: ১০৬।
টিকা: ১. আল-কুরআন, ৩: ১০৬।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات الخ
عن أبي غالب قال سمعت أبا أمامة يحدث عن النبي صلى الله عليه وسلم في قوله عز وجل (فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه) قال هم الخوارج (3) وفي قوله (يوم تبيض وجوه وتسود وجوه) قال هم الخوارج