মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২১০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বানী, "তিনিই তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত মুহকাম.........।(৩)
টিকা: ৩. আল-কুরআন, ৩:৭।
২১০। 'আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াতখানা তিলাওয়াত করলেন, 'তিনিই তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত 'মুহকাম', (দ্ব্যর্থহীন) এ গুলি কিতাবের মূল; আর অন্যগুলি 'মুতাশাবিহ', যাদের অন্তরে সত্য-লংঘনের প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের (দ্ব্যর্থবোধক আয়াতের) অনুসরণ করে। আল্লাহ্ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না।" অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাই তোমরা মুতাশাবিহাতের অনুসরণ কারীদের দেখলে মনে করবে আল্লাহ এদের বলেছেন যে, 'যাদের অন্তরে সত্য-লংঘন প্রবণতা রয়েছে অথবা মনে করবে তারাই সত্য-লংঘণ প্রবণ ব্যক্তি। সুতরাং তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات الخ
عن عائشة رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم تلا هذه الآية هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات (3) هن أم الكتاب (4) وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ (5) فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله) (6) فقال رسول الله صلى الله عليه وسلم فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه فألئك الذي سمى الله (1) أو فهم فاحذروهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১০ | মুসলিম বাংলা