মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫২
পরিচ্ছেদ: সূরা ফাতিহা ও তার ফযীলতের বিবরণ।
১৫২। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি উন্মুল কুরআন (অর্থাৎ সূরা ফাতিহা) সম্পর্কে বলেছেন, তা হচ্ছে আল কুরআনের মূল, তা হচ্ছে পুনঃপুনঃ পাঠ্য সাত আয়াত বিশিষ্ট এবং তাই হচ্ছে মহান কুরআনুল আযীম।
আবূ হুরায়রা (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূরা ফাতিহা হল কুরআনের মূল, কিতাবের মূল ও পুনঃপুনঃ পাঠ্য সাত আয়াত।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
আবূ হুরায়রা (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূরা ফাতিহা হল কুরআনের মূল, কিতাবের মূল ও পুনঃপুনঃ পাঠ্য সাত আয়াত।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب سورة الفاتحة وما ورد في فضلها
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم قال في أم القرآن هي أم القرآن وهي السبع الثاني وهي القرآن العظيم
وعنه من طريق ثان عن رسول الله صلى الله عليه وسلم قال الحمد لله أم القرآن وأم الكتاب (7) والسبع المثاني
وعنه من طريق ثان عن رسول الله صلى الله عليه وسلم قال الحمد لله أم القرآن وأم الكتاب (7) والسبع المثاني
