মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১২২
পরিচ্ছেদ: আল-কুরআন সাত রীতিতে নাজিল হয়েছে।
১২২। আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, জিবরাঈল (আ) আমাকে একটি উচ্চারণরীতি পড়ে শোনাতেন, আমি তা আয়ত্ব করতাম, তারপর আমি আরেকটি (রীতি) দাবী করতাম, তিনি আমাকে আরেকটি রীতিতে পড়ে শোনাতেন, এভাবে সাতটি উচ্চারণরীতিতে গিয়ে থেমে যেতেন।
ইমাম যুহরী (রা) বলেন, এ সকল উচ্চারণরীতি একই বিষয়ে। এতে কোন হালাল হারামের পার্থক্য হয় না।
(বুখারী, মুসলিম, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب نزول القرآن على سبعة أحرف
عن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم قال اقرأني جبريل عليه السلام على حرف فراجعته فلم أزل أستزيده ويزيدني فانتهى إلى سبعة أحرف (2) قال الزهري وانما هذه الأحرف في الأمر الواحد وليس يختلف في حلال ولا حرام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২২ | মুসলিম বাংলা