মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১২১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআন সাত রীতিতে নাজিল হয়েছে।
১২১। উবাদা ইব্‌ন সামিত (রা) হতে বর্ণিত, তিনি বলেন, উবাঈ ইবন কা'ব (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল-কুরআন সাতটি উচ্চারণরীতিতে নাজিল হয়েছে।
নাসাঈ, অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نزول القرآن على سبعة أحرف
عن عبادة أن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم انزل القرآن على سبعة أحرف
tahqiqতাহকীক:তাহকীক চলমান