মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল-কুরআনের ফযীলত ও তা আঁকড়ে ধরা প্রসঙ্গ
৫। উকবা ইব্ন আমির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল কুরআনকে চামড়ায় লিখে তাকে আগুনে নিক্ষেপ করলে তা পুড়বে না।
(দায়িমী, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
(দায়িমী, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل القرآن والاعتصام به
عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن القرآن جعل في إهاب (2) ثم القي في النار ما احترق