মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৪০
আদব অধ্যায়
পরিচ্ছেদ। নখ ও নাভির নিম্নস্থ পশম কাটা এবং আঙ্গুলের গিরার ময়লা পরিষ্কার করা।
৪০। ইয়াযীদ ইবন আমর মু'আফিরী (র) সূত্রে বনু গিফার গোত্রের জনৈক ব্যক্তি হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি স্বীয় নাভির নীচের পশম মুন্ডাবে না, নখ কাটবে না এবং গোঁফ কাটবে না, সে আমাদের দলভুক্ত নয়।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়সামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী ইবন লাহি'আ দুর্বল। তবে তার হাদীস হাসান। হাফিয সুয়ূতী (র)ও এটাকে হাসান বলেছেন।
كتاب الأدب
باب ما جاء في تقليم الأظافر وحلق العانة وانقاء الرواجب
عن يزيد بن عمرو المعافرى عن رجل من بنى غفار أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يحلق عانته (5) ويقلم أظفاره ويجز شاربه فليس منا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪০ | মুসলিম বাংলা