মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৩৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ। নখ ও নাভির নিম্নস্থ পশম কাটা এবং আঙ্গুলের গিরার ময়লা পরিষ্কার করা।
৩৯। আমার কাছে বর্ণনা করেছেন ওয়াকী (র), তিনি বলেন, আমার কাছে কুরায়শ ইবন হাইয়ান (র) আবু ওয়াসিল (র) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, একদা আমি আবু আইয়ুব আনসারী (রা)-এর সঙ্গে মিলিত হলাম। তিনি আমার সঙ্গে মুসাফাহা করলেন। সে সময় তিনি আমার নখগুলো লম্বা দেখে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ আকাশের সংবাদ (শরীয়তের কোন নির্দেশ সম্বন্ধে) জিজ্ঞাসা করে; অথচ সে তার নখগুলোর পাখীর নখের ন্যায় (লম্বা) রাখে, আর তাতে নাপাকি ও ময়লা আবর্জনা জমা হয়। বর্ণনাকারী ওয়াকী' দ্বিতীয়বার বর্ণনাকালে আনসারী বলেন নি। অন্যান্যরা বলেছেন, আবু আইয়ুব আতাকী। আবু আবদির রহমান (ইবন আহমাদ ইবন হাম্বল) বলেন, আমার পিতা বলেছেন, তিনি অর্থাৎ ওয়াকী' (র) এর কথার টানে বলেছেন যে, আমি আবু আইয়ুব আনসারী (রা)-এর সঙ্গে মিলিত হয়েছি। বস্তুত তিনি হলেন আবু আইয়ুব আতাকী (র)।
তবারানী হাদীসটিকে সংক্ষেপে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما جاء في تقليم الأظافر وحلق العانة وانقاء الرواجب
حدّثنا وكيع ثنا قريش بن حيان عن أبى واصل فإن لقيت أبا أيوب الأنصارى (5) فصافحنى فرأى في أظفارى طولاً، فقال قال رسول الله صلى الله عليه وسلم يسأل أحدكم عن خبر السماء (6) وهو يدع أظفاره كأظافير الطير يجتمع فيها الجنابة (7) والخبث والتفث ولم يقل وكيع مرة الأنصاري (1) قال غيره أبو أيوب العتكى، قال أبو عبد الرحمن (2) قال أبى يسبقه لسانه بعنى وكيعا (3) فقال لقيت أبا أيوب الأنصارى وإنما هو أبو أيوب العتكى
tahqiqতাহকীক:তাহকীক চলমান