মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৩৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কাল রং দ্বারা কেশের শুভ্রতা পরিবর্তন করা মাকরূহ।
৩৮। আমার কাছে আবুল কাসিম ইবন আবি যিনাদ (র) যিনজী (র) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি যুহরী (র)-কে দেখেছি, তিনি স্বীয় মাথায় কালো রং দ্বারা খেযাব লাগিয়েছেন।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।
كتاب الأدب
باب كراهة تغيير الشيب بالسواد
حدّثنا أبو القاسم بن أبى الزناد عن الزنجى (3) قال رأيت الزهرى صابغاً رأسه بالسواد
tahqiqতাহকীক:তাহকীক চলমান