মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৩৭
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কাল রং দ্বারা কেশের শুভ্রতা পরিবর্তন করা মাকরূহ।
৩৭। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে নবী (ﷺ) এর নিকট উপস্থিত করা হল। তার মাথা যেন 'সাগামা'র ন্যায় সাদা ছিল। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তাকে তার কোন বিবির নিকট নিয়ে যাও। সে যেন কোন কিছু দ্বারা সাদাকে পরিবর্তন করে দেয়। আর তোমরা কালো রং পরিহার করবে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأدب
باب كراهة تغيير الشيب بالسواد
عن جابر قال جيء بابى قحافة يوم الفتح إلى النبي صلى الله عليه وسلم وكأن رأسه ثغامة فقال رسول الله صلى الله عليه وسلم اذهبوا به إلى بعض نسائه فلتغيره بشئ وجنبوه السواد