মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ২৫
আদব অধ্যায়
পরিচ্ছেদ: কেশের শুভ্রতা মেহদী, কাতাম (ঘাস বিশেষ) এবং এ জাতীয় বস্তু দ্বারা পরিবর্তন করা।
২৫। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি হজ্জ আদায়কালে এক ব্যক্তিকে কা'বা ঘরের ছায়ায় উপবিষ্ট দেখলাম। আমার পিতা বললেন, তুমি জান এই ব্যক্তি কে? তিনি রাসুলুল্লাহ (ﷺ)। বর্ণনাকারী বলেন, আমরা তাঁর কাছে গিয়ে দেখলাম যে, তাঁর মাথার চুল লম্বা (কানের লতি পর্যন্ত) এবং তাতে মেহদীর নিদর্শন ছিল এবং তাঁর গায়ে সবুজ বর্ণের কাপড় ছিল। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল, আমি তার সাদা চুলগুলো লাল দেখলাম।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।
كتاب الأدب
باب ما جاء في تغيير الشيب بالحناء والكتم ونحوهما
وعنه أيضاً فلما انتهينا إليه إذا رجل ذو وفرة (10) به ردع (وفي رواية ردع من حناء) وعليه ثوبان أخضران (زاد في رواية) ورأيت الشيب أحمر